
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিনের শুরুতে শেয়ার বাজার নিচের দিক থেকে শুরু হলেও বেশ কয়েকটি সেক্টরে ভাল ফল লক্ষ্য করা গেল। এদিন দিনের শুরুতে সেনসেক্স ২৮৪.৯২ পয়েন্ট নিচের দিকে চলে যায়। অন্যদিকে নিফটি ফিফটিও কম দিয়েই তার খাতা শুরু করে। সেখানে কমের হার ছিল ১০৬.৩০ পয়েন্ট।
তবে শুক্রবার বেশ কয়েকটি আইটি সেক্টরে ভাল ফল লক্ষ্য করা গিয়েছে। দেশের প্রথম সারির আইটি স্টক মার্কেটে এই উন্নতি কিছুটা হলেও নিচের দিকে যাওয়া কমিয়েছে। এদিন বাজার খোলার পর টিসিএস স্টক ৫ শতাংশ উপরের দিকে উঠতে শুরু করে। টিসিএস বর্তমানে যে অবস্থায় রয়েছে সেখান থেকে তাদের এই ভাল হার যথেষ্ট নিশ্চিন্ত করেছে বিনিয়োগকারীদের।
ডিসেম্বর কোয়ার্টারে দেশের আইসি সার্ভিসের প্রধান টিসিএস ১২ শতাংশ হারে মুনাফা করেছে। ডিসেম্বর মাসে তাদের টাকার পরিমান ছিল ১২ হাজার ৩৮০ কোটি টাকা। এই টাকার পরিমান বিনিয়োগকারীদের যথেষ্ট উৎসাহিত করেছে।
শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন টিসিএস যেভাবে আইটি সেক্টরকে ধরে রেখেছে তাতে বাজারের পরিস্থিতি খানিকটা হলেও বদলাবে। এর সঙ্গে তাল রেখে টিসিএস ৪.৪০ শতাংশ হারে লাভ করেছে। পাশাপাশি লারসেন অ্যান্ড টার্বো ইনফোটেক হারিয়েছে ৩.৫০ শতাংশ।
টেক মাহিন্দ্রা দিনের শুরুতে ভাল লাভ করেছে। তারা ২.৩৪ শতাংশ হারে এগিয়েছে। অন্যদিকে উইপ্রো এগিয়েছে ১.৯৭ শতাংশ। পারসিসটেন্ট সিস্টেম পেয়েছে ১.৫৮ শতাশ এবং এমফাসিস ১.৩১ শতাংশ হারে উপরের দিকে উঠেছে। ইনফোসিস সারাদিন ১.১৩ শতাংশ হারে উপরের দিকে ওঠার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এইচসিএল টেকনোলজি পেয়েছে ০.৭৭ শতাংশ। সবমিলিয়ে নিফটি আইটি ইনডেক্স উপরের দিকে উঠেছে ২.০৮ শতাংশ।
চলতি বছরে এখনও পর্যন্ত শেয়ার বাজার নিচের দিকেই রয়েছে। ভাল কোনও লক্ষণ পাওয়া যায়নি। প্রতিদিনই বাজার থেকে মুখ ব্যাজার করে ফিরছেন বিনিয়োগকারীরা। মুখ ভার শেয়ার বিশেষজ্ঞদেরও। তবে সপ্তাহের শেষ দিনে আইটি সেক্টর কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। ফলে সেদিক থেকে দেখতে হলে আগামী সপ্তাহের সোমবার থেকে বাজার কিছুটা হলেও ভাল হওয়ার সম্ভাবনা থাকছে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা